শনিবার দুপুরেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে মোখা, জানাল আবহাওয়া দপ্তর

ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে নয়া তথ্য দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যে ঘূর্ণাবর্ত থেকে এই ‘মোখা’ র সৃষ্টি হওয়ার কথা, শনিবার তা তৈরি হওয়ার কথা ছিল তা এদিন বেলা বাড়তেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে জন্ম নেয় বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সাধারণত, প্রাথমিকভাবে খুবই ঢিমেতালে শক্তি বাড়ায় ঘূর্ণাবর্ত। আপাতত আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে ৮ মে নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্ত। ৯ মে গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে আবহাওয়া দপ্তরেরও সাইক্লোনের গতিপথ বা তা কতটা জোরাল হতে পারে সে সম্পর্কে একটা আভাস দিতে পারেন আবহবিদরা। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, গভীর নিম্নচাপ তৈরির পর মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোনোর পথে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর জেরে আপাতত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল দুর্যোগের আভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পাশাপাশি ৮ মে থেকে ১২ মে পর্যন্ত জারি হয়েছে সতর্কবার্তাও।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর্যটকদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। একইসঙ্গে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদেরও। রবিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভারী থেকে অতি ভারী এমনকী প্রবল বৃষ্টির সম্ভাবনা দ্বীপপুঞ্জে। সঙ্গে বইতে পারে ৬০ কিলোমিটার থেকে শুরু করে ৯০ বা ১০০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া। তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এও জানানো হয়েছে যে, এই ঝড়ের প্রভাব এ রাজ্যে পড়বে কি না তা বলার সময় এখনও আসেনি। ঘূর্ণিঝড় তৈরি না হওয়া পর্যন্ত তার গতিবিধি বলা অসম্ভব। তবে যেহেতু প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, তাই প্রথম থেকে সবরকমভাবে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার। বিশেষ সতর্কতা নেওযা হচ্ছে উপকূলের জেলাগুলির ক্ষেত্রে। কারণ, যে কোনও ঝড়েই সবথেকে বেশি ক্ষতি হয় পূর্ব মেদিনীপুর এবং ২৪ পরগনার সাগরবর্তী এলাকাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =