খোঁজ মিলছে না উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের। শনিবার সকালে বিধায়কের সন্ধান চেয়ে একাধিক পোস্টার পড়েছে হিন্দমোটর এবং উত্তরপাড়া এলাকায়। ঘটনার জন্য তৃণমূলের পক্ষ থেকে আঙুল উঠেছে বিজেপির দিকে।
পোস্টারে লেখা রয়েছে, ‘নিখোঁজ উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্ধান চাই’। সাধারণ মানুষের কথায়, এলাকায় সবসময় দেখা যায় না তৃণমূলের তারকা বিধায়ককে। এমনকি সদ্য শেষ হওয়া কালীপুজোতেও দেখা মেলেনি তাঁর। দুর্গা পূজার সময় কটা বড় পুজোয় তাঁর দর্শন পাওয়া গেলেও, তারপর আর তাঁর খোঁজ মেলেনি। ফের তৈরি হয়েছে নয়া বিতর্ক। ঘাসফুল শিবিরের দাবি, নিজের অফিসে আসেন কাঞ্চন মল্লিক এবং এলাকার মানুষের সমস্ত সমস্যার কথা তিনি শোনেন।
প্রসঙ্গত, শুক্রবার আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ও আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়কের নামে এই ধরনের পোস্টার দেখা গেলে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রথমে আসানসোলের কুলটিতে ‘বিহারী বাবু’র নামে নিখোঁজ পোস্টার পড়ে। ছট পুজোর আগে তাঁর দেখা পাওয়া যাচ্ছে না বলে, পোস্টার লাগানো হয়েছিল। এরপর বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নামেও নিখোঁজ পোস্টার দেখতে পাওয়া যায় আসানসোলের গোপালপুরে। এবার এদিন কাঞ্চন মল্লিকের সন্ধান চেয়ে পোস্টার পড়ল উত্তরপাড়ায়। ঘটনায় গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলেছে ঘাসফুল শিবির।