প্রাণনাশের হুমকি দিয়ে প্রাইভেট টিউটরদের বাড়িতে পোস্টার, চাঞ্চল্য গোঘাটে

হুগলি: চাঞ্চল্যকর ঘটনা হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাটে। এবার রীতিমতো পোস্টার (poster) দিয়ে আন্দোলনকারী গৃহশিক্ষকদের প্রাণনাশের হুমকি। তারা যাতে সরকারি স্কুল শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন না করে সেই জন্য সন্ত্রাসবাদীদের মতো দেওয়ালে পোস্টার লাগিয়ে হুমকি দেওয়া হয়। বাড়ির দেওয়ালে এই পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা হয়, শ্রীধর চক্রবর্তী ও তাপস সরকারের উদ্দেশ্য জানানো হচ্ছে যে, ‘আপনারা যে এত বড় হনু হয়েছেন তা শুধু স্কুল শিক্ষকদের কাছে পড়ার জন্য। আজ তাহলে আমরা, ছাত্ররা কোন শিক্ষকদের কাছে পড়ব? আমরা বেশ কিছু বিষয়ের উপযুক্ত শিক্ষক পাচ্ছি না। যেমন অঙ্ক, ইংরেজি, ভূগোল প্রভৃতি। তাহলে আপনাদের কি অঙ্ক, ভূগোল, ইংরাজি পড়ানোর মুরোদ আছে? তাই বলছি আপনারা এইসব বন্ধ করুন এবং স্কুল শিক্ষকদের পড়াতে দিন। নতুবা আমরা, ছাত্ররা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের বেশকিছু বন্ধগণ আপনাদের টিউশনে পড়ছে। আমরা সব খবর রাখছি। আমরা পরিকল্পনা করে নিয়েছি,আপনাদের মারব। যদি আপনারা এই সব বন্ধ না করেন।’ এই ভাবে পোস্টারে লিখে মাওবাদী স্টাইলে প্রাইভেট টিউটরদের হুমকি দেওয়া হয়। এরপর নিরাপত্তা চেয়ে প্রাইভেট টিউটররা গোঘাট থানার দ্বারস্থ হয়। এই বিষয়ে হুগলি জেলার কেন্দ্রীয় কমিটির সদস্য সৌমিত্র রায় বলেন, সন্ত্রাসবাদীরা যেমন ভাবে পোস্টারিং করে সেভাবে করা হয়। এই গুলি স্কুল শিক্ষকেরা করছে। যারা সিন্ডিকেট রাজ চালাচ্ছে, তারা করছে। ছাত্ররা করছে না। জীবনহানির আশঙ্কা রয়েছে বলে আমরা থানার দ্বারস্থ হয়েছি। অপরদিকে গৃহশিক্ষক শ্রীধর চক্রবর্তী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করা হবে বলে পোস্টার দেওয়া হয়েছে। যাদের স্বার্থে লাগছে তারা এই সব করছে। তবে এই বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল জানান, থানায় অভিযোগ হলে, তদন্ত করে দেখা হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবমিলিয়ে এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =