পুরসভার একাধিক প্রকল্প সহ বিভিন্ন বিভাগে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পুরপ্রধানের বিরুদ্ধে 

পুরসভার একাধিক প্রকল্প সহ পুরসভার বিভিন্ন বিভাগের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে পুরসভা চত্বরে পোস্টার পুর প্রধানের বিরুদ্ধে। পোস্টারে কারো নাম না থাকায় গুরুত্ব দিতে নারাজ পুরপ্রধান। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের থানায়,তদন্তে পুলিশ। আগেই অশোকনগর কল্যাণগড় পুরসভার তিন কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। এবার নতুন করে জল প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ পুরপ্রধানের নামে পোস্টার। পুরসভার কর্মচারীদের স্পেশ্যাল ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা তুলে কনট্রাক্টরদের দেওয়া, মাতৃসদন হাসপাতালে ২৩ লক্ষ টাকা জমা না দেওয়া,  পুরসভার কর্মচারী নিয়োগের নাম করে ঘুষ-সহ বেশ কিছু অভিযোগ নিয়ে অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠল। পোস্টার লেখা রয়েছে অশোকনগর কল্যাণগড় অধিবাসীবৃন্দর পক্ষ থেকে এই পোস্টার লেখা হয়েছে। খবর পেয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা ঘটনাস্থলে এসে পোস্টার ছিঁড়ে ফেলেন পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অশোকনগর থানার পুলিশ। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। অশোকনগর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, কে বা কারা করেছে আমি জানি না তবে যদি কারো নাম থাকে তাহলে আমি বলব। তবে পোস্টারে যা যা লেখা রয়েছে শুনলাম তার কোনও ব্যাচ নেই। যখন ঘটনা ঘটেছিল তখন কি ঘুমাচ্ছিলেন। যে যে সালে জল প্রকল্প হয়েছিল তখন কোথায় ছিল প্রশ্ন তুলেছেন চেয়ারম্যান প্রবোধ সরকার। এছাড়াও আরও যে অভিযোগ রয়েছে সেই সময় তারা কোথায় ছিলেন। পুরসভার দায়িত্বে জল প্রকল্প নয়। পুরসভার কর্মীদের টাকা তছরুপের প্রসঙ্গে বলেন, আপনারা খবর নিয়ে দেখুন আমার পুরসভায় যত কর্মী রয়েছে কারো টাকা আমি মেরেছি কিনা, আর কেউ যদি প্রমাণ করতে পারে এক টাকা আমি বা পুরসভা নিয়েছে তাহলে তার উত্তর দেব। সুতরাং আমি কোনও মন্তব্য করব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =