সৌমিত্র খাঁর নামে পোস্টার, দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন, বালি মাফিয়া উল্লেখ

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ভোটের ঠিক একদিন আগেই সৌমিত্র খাঁর নামে পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিষ্ণুপুর লোকসভার কোতুলপুর এলাকায়। শুক্রবার সকালে কোতুলপুরের সবজি বাজার ও ভদ্রপাড়া এলাকায় সৌমিত্র খাঁর নামে ছাপানো বহু পোস্টার পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির দাবি, এই পোস্টার দিয়েছে তৃণমূল। তৃণমূলের পালটা দাবি, বিজেপির বিক্ষুব্ধরাই এই কাজ করেছে।
আগামিকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার ঠিক ২৪ ঘণ্টা আগে এদিন সকালে বাঁকুড়ার কোতুলপুর সবজি বাজার ও ভদ্রপাড়ায় বেশ কিছু পোস্টার পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সৌমিত্র খাঁর চার্জশিট শীর্ষক ওই ছাপানো রঙিন পোস্টারে তাঁর কার্টুন আঁকার পাশাপাশি তাঁকে বালি মাফিয়া বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও পোস্টারে সৌমিত্র খাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল পায়ের তলায় মাটি হারিয়ে এইসব কর্মকাণ্ড করেছে। পোস্টারে উল্লেখ করা সমস্ত বিষয় সত্য দাবি করে তৃণমূলের অভিযোগ, এই কাজ করেছে বিজেপিরই বিক্ষুব্ধ অংশ। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =