জিম করতে করতেই মৃত্যু টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর

সিদ্ধার্থ শুক্লা, রাজু শ্রীবাস্তবের পর এবার জিম করতে গিয়ে মৃত্যু হল টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর (Siddhaanth Vir Surryavanshi)।  বয়স হয়েছিল ৪৬। খবর অনুযায়ী, শুক্রবার জিম করতে করতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। শুক্রবার জিমে শরীরচর্চার সময় আচমকা হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় অভিনেতার। ‘কুসুম’, ‘ওয়ারিশ’, ‘সূর্যপুত্র কর্ণ’ প্রভৃতি ধারাবাহিকে তাঁর উপস্থিতি দর্শকের নজর কেড়েছিল।

সূত্রের খবর, অভিনেতা অসুস্থ হয়ে পড়লে তাঁকে কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪৫ মিনিট ধরে সিদ্ধান্তর চিকিৎসা করেন চিকিৎসকরা। তবে শেষরক্ষা হয়নি। খবরটি দেন অভিনেতার বন্ধু জয় ভানুশালী। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিদ্ধান্তের মৃত্যুর খবর নিশ্চিত করেন। গভীর শোকপ্রকাশ করে লেখেন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে!’ নিজেকে ফিট রাখতে সব সময়ই শরীরচর্চার প্রতি মনোযোগী ছিলেন সিদ্ধান্ত। সেই শরীরচর্চাই ডেকে আনল মৃত্যু। সিদ্ধান্তের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শোকপ্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও বন্ধু জয় ভানুশালি। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীও।

সেপ্টেম্বরেই জিম করতে গিয়ে প্রয়াত হন বলিউড সুপারস্টার সলমন খানের ‘বডি ডাবল’ সাগর পাণ্ডে। দুপুরে জিমে শরীরচর্চা করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। শুধু সাগর নন, মাস কয়েক আগে জিম করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড অভিনেতা রাজু শ্রীবাস্তব। হাসপাতালে বহু দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। তবু বাঁচানো যায়নি কৌতুকশিল্পীকে। অভিনেতা সিদ্ধান্ত শুক্লাও গত বছর শরীরচর্চা করতে করতেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =