নয়াদিল্লি : আর জি কর-কাণ্ডে ফের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় সরব হলের বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। রবিবার শেহজাদ বলেছেন, “আর জি কর মেডিক্যাল কলেজে ভাঙচুরকারী গুন্ডাদের ধরার পরিবর্তে, তাঁরা নাগরিকদের, ডাক্তারদের, বিরোধীদের দমন করছে। তৃণমূল সরকার প্রমাণ নষ্ট করার সঙ্গে জড়িত।”
বিরোধীদের ইন্ডি জোটের সমালোচনা করে শেহজাদ বলেছেন, “তাঁরা সংবিধান বাঁচানোর কথা বলে কিন্তু রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা চতুর্বেদী ইন্ডি জোটের এই সব নেতারা চুপ। তাঁদের কারোরই কিছু বলার নেই।
৪৩ জন চিকিৎসককে বদলির যে নির্দেশ জারি করা হয়েছিল তাও প্রত্যাহার করা হয়েছে এবং তাঁরা বলছেন এটি একটি রুটিন নির্দেশ ছিল। কেন তারা নির্দেশ প্রত্যাহার করছে? এটা ডাক্তারদের ভয় দেখানোর জন্য করা হয়েছে।”