নয়া দিল্লি: পোলিও-মুক্তির পর কেটে গেছে প্রায় এক দশকেরও বেশি সময়। তবে এই পোলিও নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। আর ভারতকে পোলিও মুক্ত রাখতেই কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা ইঞ্জেকটেবল পোলিও ভ্যাকসিনেশনের তৃতীয় ডোজ় চালুর সিদ্ধান্ত নিলেন। পাশাপাশি পোলিও দূরীকরণের লক্ষ্যে গঠিত এই বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটি এ সিদ্ধান্তও নিয়েছে, দেড় ও সাড়ে তিন মাসের পর ন’মাস বয়সেও ফের ইঞ্জেকটেবল পোলিও ভ্যাকসিন দিতে হবে দেশের সব শিশুকে। যেহেতু ওই সময়ে শিশুর ডান হাতে হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হয়, তাই অতিরিক্ত এই পোলিও-র এই ভ্যাকসিন দেওয়া হবে বাঁ হাতের উপর দিকের ত্বকের নীচে। আগামী ১ জানুয়ারির পর ন’মাস থেকে এক বছর বয়সী সব শিশুকেই দেওয়া হবে এই তৃতীয় ডোজ়। এ ব্যাপারে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আগামী ১ জানুয়ারি থেকে এই নতুন সূচি কার্যকর করার নির্দেশও পাঠানো হয়।
প্রসঙ্গত, জন্মের সময়েই পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয় সব সদ্যোজাতকে। এরপর দেড়, আড়াই ও সাড়ে তিন মাস এবং দেড় বছর বয়সে ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয় শিশুকে।আর ত্বকের মধ্যে ইঞ্জেকটবল পোলিও ভ্যাকসিন দেওয়া হয় দেড় ও সাড়ে তিন মাস বয়সে।এর মধ্যে কোনও পালস পোলিয়ো অভিযান থাকলে, সেই ভ্যাকসিনও খাওয়ানো হয়।এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও জয়পুরের পাশাপাশি ইংল্যান্ড ও আমেরিকার একাধিক শহরে পোলিও ভাইরাসেরও সন্ধান মিলছে নিকাশির জলে। এই প্রসঙ্গে রাষ্ট্রীয় সুসংহত ভ্যাকসিনেশন কর্মসূচির অতিরিক্ত কমিশনার বীণা ধাওয়ান জানান, এমন ঘটনা নজরে আশার পরই ইঞ্জেকটেবল পোলিও ভ্যাকসিনের আরও একটি ডোজ় এবার বাড়িয়ে দেওয়া হল।