কলকাতা : কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার নিউ আলিপুর এলাকায় এক পুলিশকর্মীর মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের অভিযোগ, মৃতের স্ত্রী ও ছেলে প্রায়ই তাঁকে মারধর করত, যার ফলে তাঁর মৃত্যু হয়।
শুক্রবার প্রকাশিত পুলিশের বিবৃতি অনুযায়ী, মৃত পুলিশের নাম শঙ্কর চ্যাটার্জি। তিনি আলিপুর থানায় কর্মরত ছিলেন এবং কিছুদিন ধরে নার্ভের রোগে ভুগছিলেন। তার হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছিল, যার কারণে তিনি দীর্ঘদিন ছুটিতে ছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে শঙ্করের দেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। এ ঘটনার পর শুক্রবার এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী শঙ্করের স্ত্রী ও ছেলেকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।