হোমের বাচ্চাদের বইমেলা ঘোরাল পুলিশকাকুরা

ব্যারাকপুর: কথায় আছে বাঘে ছুঁলে আঠারো ঘা! আর পুলিশে ছুঁলে ছত্রিশ!

অপরাধীদের পিছনে দৌড়নো পুলিশ এবার অন্য ভূমিকায়। ‘চলো পড়ি, বইমেলায় ঘুরি’-এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ব্যারাকপুরের দুটো হোমের ২৫ জন ছেলে-মেয়েকে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ঘুরতে নিয়ে গেলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট-এর পুলিশ কর্মীরা। এদিন কমিশনারেটের অফিসের সামনে থেকে বাসে করে হোমের বাচ্চাদের বইমেলায় নিয়ে যাওয়া হয়। যাত্রার শুভ সূচনা করলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।

আর এতবড় বইমেলা, এত মানুষ, রকমারি বই, সর্বোপরি হোমের গতানুগতিক জীবন থেকে ক্ষণিকের মুক্তি পেয়ে খুশি ক্ষুদেরাও।পরিবার-পরিজনহীন জীবনে হোমেই তাদের বেড়ে ওঠা।রোজের জীবন থেকে একটু অন্য রকম সময় কাটাতে পেয়ে খুশির ঝিলিক ছিল কচিকাঁচাদের চোখমুখেও। ছিল বেড়াতে যাওয়ার উত্তেজনা।

এদিনের উদ্যোগ সম্পর্কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া বলেন,  হোমের বাচ্চাদের কলকাতা বইমেলায় যাওয়া, কেউ উদ্যোগ না নিলে সম্ভব নয়। বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে ওদের পরিচয় ঘটবে, ঘুরবে মেলায় সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাচ্চারা খুব উৎসাহের সঙ্গে কলকাতা বইমেলায় ঘুরতে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 10 =