কলকাতায় সেনার গাড়ি আটক করে থানায় নিল পুলিশ, একদিন আগেই আর্মি সরিয়েছিল তৃণমূলের মঞ্চ

কলকাতা: কলকাতার মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের মঞ্চ সেনার পক্ষ থেকে সরিয়ে দেওয়ার একদিন পরই শহরে সেনা ও পুলিশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে বিবিডি বাগের কাছে কলকাতা পুলিশ সেনার একটি ট্রাককে আটক করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায়। অভিযোগ, ট্রাকটি বিপজ্জনকভাবে চলছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই সেনা ট্রাকটি ফোর্ট উইলিয়াম থেকে আয়কর ভবনের দিকে যাচ্ছিল। ঠিক তখনই কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার কনভয়ও একই পথে যাচ্ছিল। পুলিশের দাবি, ট্রাকটি অত্যন্ত অসাবধানতা ও বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল, যা নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছিল।

তবে সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাকটি স্বাভাবিক গতিতেই চলছিল এবং সমস্যার সৃষ্টি হয় শুধুমাত্র এই কারণে যে পিছনের গাড়িগুলোর গতি বেশি ছিল। সেনা সূত্রে আরও জানা গেছে, ওই ট্রাকে ফোর্ট উইলিয়াম থেকে দুই সেনা কর্মকর্তা পাসপোর্ট অফিস যাচ্ছিলেন।

ঘটনার বিষয়ে উচ্চপদস্থ সামরিক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আপাতত ট্রাকটি হেয়ার স্ট্রিট থানায় রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এই বিরোধ এমন সময় সামনে এল যখন তার একদিন আগেই সেনাবাহিনী মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের ‘ভাষা আন্দোলন’ মঞ্চ সরিয়ে দেয়, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 7 =