কলকাতা : পার্ক স্ট্রিট থানায় কর্মরত মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত এসআই অভিষেক রায়। রবিবার অভিযোগ প্রকাশ্যে আসার পরই তাঁকে বসিয়ে (ক্লোজ়) দিয়েছিল লালবাজার। শুরু হয়েছিল তদন্ত। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
বিতর্ক ও প্রশ্ন ওঠায় রবিবাই পুলিশ কর্তৃপক্ষের তরফে আভাস দেওয়া হয়েছিল, যদি অভিযোগ প্রমাণিত হয় তবে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। সোমবার সকালে ওই এসআই-কে গ্রেফতার করা হয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে কী প্রমাণ মিলেছে, তা এখনও জানা যায়নি।
সূত্রের দাবি, শ্লীলতাহানির পর থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার। কিন্তু থানা অভিযোগ নেননি। তার পর স্পিড পোস্ট মারফত কলকাতা পুলিশ কমিশনার, জয়েন্ট পুলিশ কমিশনার এবং ডিসি সাউথের কাছে অভিযোগ দায়ের করেন। ওই মহিলা সিভিক ভলান্টিয়ার ২০১৭ সালে চাকরি পেয়েছিলেন। তখন থেকে পার্ক স্ট্রিট থানায় কর্মরত তিনি।