কলকাতা: নিয়োগের দাবিতে সোমবার চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে ছড়াল উত্তেজনা। রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন শিক্ষকপদে চাকরিপ্রার্থীরা। এদিন সকালে শিয়ালদা স্টেশন চত্বরে চলছিল মিছিলের প্রস্তুতি। পুলিশ আটকাতে গেলে ছড়ায় উত্তেজনা?পুলিশের বক্তব্য, এই মিছিলের কোনও অনুমতি ছিল না।
উল্লেখ্য, ২০১৭ সালের টেট উত্তীর্ণরা চাকরির দাবিতে সোমবার রাজভবন অভিযান কর্মসূচি নিয়েছিলেন। তাঁদের অভিযোগ, হাইকোর্টের হস্তক্ষেপের পর একাধিক ক্ষেত্রে নিয়োগ হলেও, তাঁদের ব্যাচের ক্ষেত্রে কোনও নিয়োগ হচ্ছে না। শিয়ালদা স্টেশন চত্বরে তাঁদের জমায়েত হওয়ার কথা ছিল। কিন্তু তাতে বাধা দেয় পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের। এক পক্ষের সঙ্গে যখন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা, তখন অন্য পক্ষ পুলিশকে পাশ কাটিয়েই চলে আসেন মৌলালি মোড়ে। লেনিন সরণীতে ঢুকে পড়েন। অনেকে বাসেও উঠে পড়েন। পরে নিউমার্কেট থানার সামনে বাস থামিয়ে তাদেরকে আটক করা হয়। মোট ৪৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন মহিলা। এখন ডোরিনা ক্রসিংয়ে বিশাল বাহিনী মোতায়েন রয়েছে।
পুজোর আগে নিয়োগের দাবিতে এদিন বিকাশ ভবনে, শিক্ষা কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন আন্দোলনকারী চাকরীপ্রার্থীরা। নবম থেকে দ্বাদশ স্তরের মেধাতালিকাভুক্ত সকলের একই নোটিফিকেশনে চাকরির দাবিতে বিকাশ ভবনে যায় ৬ সদস্যের প্রতিনিধি দল।