কলকাতা : যাদবপুর-কাণ্ডে বাম ছাত্র সংগঠনের অভিযোগ পুলিশকে নিতে হবে। বুধবার এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
শনিবার যাদবপুরে অশান্তির পর রাতেও অশান্তি ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার পরেই হাই কোর্টের দ্বারস্থ হয়ে বাম ছাত্র সংগঠনের তরফে দাবি করা হয়েছিল যে, পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করছে না। যাদবপুরের ঘটনায় সব মিলিয়ে সাতটি এফআইআর রুজু হলেও পুলিশ বাম ছাত্র সংগঠনের অভিযোগ নিচ্ছে না।
তার প্রেক্ষিতে বুধবার হাই কোর্টে রাজ্য জানায়, সেখানকার পরিস্থিতিতে একাধিক এফআইআর দায়ের হয়েছে। তদন্ত চলছে। পাল্টা আদালত বলে, মামলাকারীদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করতে হবে পুলিশকে।
সেই মামলাতেই যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে হাই কোর্ট। আদালতের নির্দেশ, আগামী ১২ মার্চ মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্য ও মামলাকারী দু’পক্ষকে হলফনামা জমা দিতে হবে।