কলকাতা : দোলে কলকাতায় যাতে সম্প্রীতি বজায় থাকে, সেই ব্যাপারে কড়া নজর রয়েছে পুলিশের। শান্তি বজায় রাখতে দোলের আগে বৃহস্পতিবারই বিভিন্ন এলাকায় থানার তরফে মাইকে প্রচার করা হয়েছে।
এ ছাড়াও, দোল ও হোলির দিন কোনও ছোটখাটো গোলমালের খবর পেলেও যাতে অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। অলিগলিতে টহল দিতে তৈরি রয়েছে পুলিশের বাইক বাহিনীও।
এদিন লালবাজারের এক পুলিশকর্তা সংবাদমাধ্যমকে জানান, দোল ও হোলির দিন যাতে কোনও গোলমাল না হয়, তার জন্য সারা শহরজুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ২১ হাজার পুলিশ। রাস্তায় থাকছেন যুগ্ম পুলিশ কমিশনার ও ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও। একশোরও বেশি গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে পুলিশ পিকেট।