হায়দরাবাদ : পুলিশকে অপমান! অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তেলেঙ্গানার কংগ্রেস নেতা থিনমার মালান্না। অল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাতে পুলিশ ফোর্সকে অপমান করার একটি দৃশ্য রয়েছে। তাতেই আপত্তি তুলেছেন ওই কংগ্রেস নেতা। সেই কারণে অল্লু সহ সিনেমার পরিচালক সুকুমার ও প্রযোজকদের বিরুদ্ধে মেডিপল্লি থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
এমনিতেই সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় বিপাকে পড়েছেন অল্লু। তার মাঝেই কংগ্রেস নেতার এই অভিযোগের জেরে অস্বস্তি আরও বাড়ল দক্ষিণী তারকার। ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাতে একটি নির্দিষ্ট দৃশ্য নিয়েই আপত্তি রয়েছে কংগ্রেস নেতার। ওই দৃশ্যে দেখা গিয়েছে, এক পুলিশ আধিকারিক যখন সুইমিং পুলে রয়েছেন তাতে প্রস্রাব করছেন অল্লু ওরফে বড়পর্দার ‘পুষ্পা’।
কংগ্রেস নেতার দাবি, এই দৃশ্যে দেখিয়ে সমগ্র পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে। তাই অভিনেতা অল্লু, পরিচালক সুকুমার ও প্রযোজকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। অপরদিকে এদিন মঙ্গলবার সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অল্লুকে ডেকে পাঠায় হায়দরাবাদ পুলিশ। সেই মতো এদিন চিক্কাডপল্লি থানায় হাজিরা দিয়েছেন তিনি।