বোলপুর : বিশ্বভারতী সংগীত ভবনের মণিপুরী নৃত্যের অধ্যাপক সুমিত বসুকে কলকাতা থেকে গ্রেফতার করল পুলিশ। আদালতের নির্দেশে শান্তিনিকেতন থানার পুলিশ বিশ্বভারতীর অধ্যাপককে গ্রেপ্তার করেছে। বিশ্বভারতীর এক ছাত্রকে জাতি বৈষম্য কটূক্তির অভিযোগ এই অধ্যাপকের বিরুদ্ধে।বিশ্বভারতীর ছাত্র
সোমনাথ সৌ কে জাতি বৈষম্য তুলে রাস্তায় অপমান করে ছিলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসু এমনই অভিযোগ জানিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের ছিলেন বিশ্বভারতী ওই ছাত্র।
সেই মামলা সিউড়ি কোটে শুনানির পর অভিযুক্ত সুমিত বসুকে গ্রেফতার করার নির্দেশ দেয় সিউড়ি জেলা আদালত, তারপর সুমিত বসু হাইকোর্টে তার জামিনের জন্য আবেদন করলে জামিন খারিজ হয়ে যায় lবর্তমানে তিনি পলাতক ছিলেন গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এর বিশেষ টিম আজ তাকে কলকাতার একটি জায়গা থেকে গিয়ে গ্রেফতার করে l অভিযোগকারী ছাত্র সোমনাথ সৌ জানিয়েছে আইনের ওপর তার ভরসা রয়েছে তাই অধ্যাপকের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শান্তিনিকেতন থানায় অভিযোগ জানিয়ে ছিলেন l