রাস্তায় রোমিওগিরি রুখতে এবার পদক্ষেপ পুলিশের। কারণ, দীর্ঘদিন ধরে গড়িয়া, মহামায়াতলা, রাজপুর, সোনারপুর, বারুইপুর অঞ্চল থেকে অভিযোগ শোনা যাচ্ছিল স্কুল বা কলেজ ছাত্রীদের শান্তিতে রাস্তা পারাপার করার উপায় নেই। কখনও বাইকে এসে শিস দেওয়া হত বা ছোড়া হত কোনও কটূক্তি। তাতেই সামান্যতম অন্যমনস্ক হলেই ব্যাগ-ফোন নিয়ে দৌড় দিত দুষ্কৃতীরা। আর এই ‘রোমিও গ্যাং’ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন এলাকার বাসিন্দারাও।
এরপরই এই ঘটনার তদন্তে নেমে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজে তাদের ছবি ধরা পড়ে। ধৃত ওই ব্যক্তিদের নাম আসিফ খান, সাহিল মণ্ডল, বিলুয়ার হোসেন গাজি, সাগির গাজি, জাহাঙ্গির গাজি ও রুপ নস্কর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি মোবাইল ও ৫টি চোরাই বাইক । পুলিশ সূত্রে খবর, এই ধরনের ঘটনা যে ঘটছে সেই বিষয়ে পুলিশের কাছে বেশ কিছু অভিযোগ এসেছিল। বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, সূত্র মারফত খবর পেয়ে তাঁরা পোলঘাট অঞ্চলের একটি কারখানার সামনে অভিযান চালান। এর আগে তাঁদের কাছে অভিযোগ আসে কয়েকটি বাইকে করে ওই দুষ্কৃতীরা পেছন থেকে আসত। ছিনিয়ে নিত মোবাইল বা ব্যাগ। ধৃত ব্যক্তিদের থেকে মোবাইল ও বাইক ছাড়াও ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি এও জানানো হয়েছে এও বাইকগুলি সব চুরি যাওযা বাইক। তদন্তে নেমে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কি আরও অন্য কোনও ব্যক্তি রয়েছে কি না তা নিয়েও ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের ধারনা, জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে নয়া তথ্যও।