যুবকের রহস্য-মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পাণ্ডবেশ্বরে, আক্রান্ত পুলিশও

আসানসোল : যুবকের রহস্য-মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কুমারডিহির রুইদাসপাড়ায়। ব্যাপক অশান্তি ঠেকাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশও। ইটের আঘাতে মাথা ফেটে গিয়েছে ডিসি অভিষেক গুপ্তার। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম পল্লব বাউড়ি (২২)। বৃহস্পতিবার ভোরে এক প্রতিবেশীর বাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পরেই এলাকায় ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। মৃতের পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন থেকে স্থানীয়রা এলাকায় তুমুল ভাঙচুর চালায়। তাঁদের অভিযোগ, স্থানীয় এক বিবাহিত মহিলার সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল। অভিযোগ, বুধবার রাতে পল্লব, ওই মহিলার বাড়িতে গিয়েছিলেন। তখনই ওই মহিলার আত্মীয়রা সেটি কোনওভাবে দেখে ফেলে। অভিযোগ, তারপরেই একটি ঘরে পল্লবকে বন্ধ করে রেখে দেয় তাঁরা। সেই ঘরেই ওই যুবক আত্মহত্যা করে বলে জানা গিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ কাউকে কিছু না জানিয়েই ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। যার ফলে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। রীতিমতো তাণ্ডব চলে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে স্থানীয়রা। ইটের আঘাতে মাথা ফেটে গিয়েছে ডিসি অভিষেক গুপ্তার। জখম বেশ কয়েকজন পুলিশ কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =