রবিবার পুলিশি তৎপরতা তুঙ্গে আর জি করের সামনে

কলকাতা : সাতদিন আরজি কর সংলগ্ন এলাকায় জমায়েত বেআইনি। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর জি করের সামনে পুলিশি তৎপরতা তুঙ্গে।

উল্লেখ্য, শনিবার আরজি কর হাসপাতালের সামনে ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। সাতদিন আরজি কর সংলগ্ন এলাকায় জমায়েত বেআইনি। উল্টোডাঙা, শ্যামপুকুর, টালা থানার কিছু রাস্তায় নিষেধাজ্ঞা। শ্যামবাজার ক্রসিং থেকে বেলগাছিয়া রোডে প্রতিবাদ নিষিদ্ধ। ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। হাতে নেওয়া যাবে না লাঠি। শান্তি রক্ষার্থেই এই পদক্ষেপ। দাবি পুলিশের।

প্রসঙ্গত, বিগত কয়েকদিনে আরজি করের সামনে হয়েছে একাধিক জমায়েত। চলেছে মোমাবাতি মিছিল, ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা। এরইমধ্যে স্বাধীনতা দিবসে রাত দখলের রাতে বেনজির আক্রমণের ছবি দেখা গিয়েছিল আর জি করে। তারপর থেকেই একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে আর জি কর।

ওয়াকিবহাল মহল মনে করছে, পুলিশ চাইছে আর কোনওরকম আন্দোলন যেন আরজি করের সামনে গড়ে না ওঠে। সে কারণেই জারি ১৬৩ ধারা জারি বলে মত তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − one =