ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে না পোল্যান্ড

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে না পোল্যান্ড। শস্য নিয়ে কূটনৈতিক বিরোধের জেরে এ সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের অন্যতম মিত্র দেশটি।

২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই কিয়েভকে দৃঢ়ভাবে সমর্থন দিয়েছে পোল্যান্ড। এছাড়া, ইউক্রেনের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ পোল্যান্ড। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, কিয়েভকে অস্ত্র দেওয়ার পরিবর্তে আরও আধুনিক অস্ত্র দিয়ে নিজেকে সজ্জিত করার দিকে মনোনিবেশ করবে তার দেশ।

কিয়েভ থেকে খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রতিবেশী তিনটি দেশের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা করে ইউক্রেন। তিনটি দেশ হল স্লোভাকিয়া, পোল্যান্ড ও হাঙ্গেরি।

এদিকে, রাষ্ট্রসংঘে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির করা মন্তব্যের জন্য ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে মঙ্গলবার তলব করেছিল পোল্যান্ড। তবে কিয়েভের অভিযোগ, ইউক্রেনের ইইউ প্রতিবেশীদের এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন। অন্যদিকে, আমদানি বন্ধ রাখা দেশগুলো বলছে, সস্তায় শস্য আমদানির প্রভাব থেকে নিজেদের কৃষকদের রক্ষা করতে এই নিষেধাজ্ঞা আবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + two =