ডেঙ্গু আক্রান্ত কবি শ্রীজাত, ভর্তি বেসরকারি হাসপাতালে

কলকাতা: বর্ষা বিদায় নিয়েছে। ক্যালেন্ডার বলছে শরৎ শেষে এখন হেমন্ত। ভোররাতে শীতের শিরশিরানি টের পাওয়া গেলেও, ডেঙ্গু কমার লক্ষণ নেই। উল্টে এখনও শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে এ রাজ্যে এত বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হননি। মৃত্যুও হচ্ছে ডেঙ্গুতে। এবার ডেঙ্গু আক্রান্ত হলেন কবি শ্রীজাত। মঙ্গলবার সকালে কলকাতার মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলেই জানা যাচ্ছে। তবে গত কয়েকদিন ধরে জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাঁকে। কয়েকদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আপাতত সুস্থ আছেন তিনি।
জানা গিয়েছে, গত ৪-৫ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেই ছিলেন শ্রীজাত। জ্বর না কমায় আর ঝুঁকি নিতে চাননি তাঁর পরিবারের লোকজন। তবে খুব বেশি আশঙ্কার কারণ নেই বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, গত ২৫ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ হাজার ১০৫। এরপর ফের সেই সংখ্যা বেড়ে গিয়েছে বলে সূত্রের খবর। শুধুমাত্র কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ০২৯ জন। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর খোলা হয়েছে রাজ্যের তরফে। উল্লেখ্য, মঙ্গলবারই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ বছরের এক তরুণের। মৃতের নাম সারেক খান। একবালপুরের বাসিন্দা সারেক গত ২৬ অক্টোবর থেকে ওই এলাকারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। মঙ্গলবার সকালে ডেঙ্গু শক সিন্ড্রোমের জেরে মৃত্যু হয় তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fourteen =