করোনা মহামারির ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরই মধ্যে নিউমোনিয়া নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে চিনে। এই নয়া রোগের মূলে রয়েছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা H9N2 ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু আগেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবার মুখ খুলল ভারতও।
চিনা প্রশাসন হু-কে জানিয়েছে, এই নিউমোনিয়া নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এটা নতুন কোনও প্যাথোজেন বা কোনও নভেল ভাইরাসের মাধ্যমে ছড়ায়নি। সাধারণ জীবাণুর প্রকোপেই শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। তাছাড়া এর প্রাদুর্ভাবে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে বলে যে দাবি করা হচ্ছে, সেটাও সত্যি নয়। ভারতও এখনই এ নিয়ে তাড়াহুড়ো কোনও পদক্ষেপে রাজি নয়।