জন্মজয়ন্তীতে নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, নামকরণ আন্দামানের ২১ টি অনামি দ্বীপের

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২১টি বড় অনামি দ্বীপের নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরমবীর চক্র প্রাপকদের নামে সোমবার ওই ২১টি দ্বীপের নামকরণ করলেন মোদি। পাশাপাশি নেতাজিকে উৎসর্গ করে জাতীয় স্মৃতিসৌধের মডেলের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কর্মসূচিতে যোগ দেন মোদি।

এদিন প্রধানমন্ত্রী টুইটে জানিয়েছেন,’আজ পরাক্রম দিবস উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ভারতের ইতিহাসে তাঁর অনবদ্য় অবদান স্মরণ করছি।’ তিনি আরও লিখেছেন, ‘তিনি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাঁর প্রতিরোধের জন্য তাঁকে মনে রাখা হবে।’ তিনি বলেছেন, ‘তাঁর চিন্তাভাবনা দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। আমরা ভারতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার জন্য কাজ করছি।’ প্রসঙ্গত, ২০২১ সালে মোদি সরকার আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটির নামকরণ করেছিল ‘পরাক্রম দিবস’। তারপর থেকে এই দিনটি পরাক্রম দিবস হিসেবে দেশজুড়ে পালিত হচ্ছে।

দ্বীপের নামকরণ অনুষ্ঠানে মোদি বলেন, ‘পরমবীর চক্র প্রাপকদের নামে এই ২১টি দ্বীপের পরিচিতি বাড়বে। আগামী প্রজন্মের কাছে প্রেরণা জোগাবে নেতাজি সৌধ।’ আন্দামানের ঐতিহাসিক গুরুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আন্দামানের এই মাটিতেই প্রথম বার তেরঙা উড়েছিল।’

উল্লেখ্য ২০২১ সালে ২৩ জানুয়ারি ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে মোদি সরকার। ২০১৮ সালে  আন্দামানেসফরের সময় ওই দ্বীপের নামকরণ নেতাজির নামে করেছিলেন মোদি। এ বার ওই দ্বীপে নেতাজিকে উৎসর্গ করে জাতীয় স্মৃতিসৌধের মডেলের উন্মোচন করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 11 =