তিনদিনের ওড়িশা সফর প্রধানমন্ত্রীর, পুরীর সৈকতে মোদী-শাহের বালু-ভাস্কর্য সুদর্শন পট্টনায়েকের

পুরী : শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ওড়িশা সফরে। তাঁকে স্বাগত জানাতে বিখ্যাত বালু-শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে নরেন্দ্র মোদীর বালির ভাস্কর্য তৈরি করেছেন৷ আছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বালু-ভাস্কর্যও।

উল্লেখ্য, শুক্রবার থেকে তিনদিনের ওড়িশা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার ওড়িশায় শুরু হচ্ছে ডিজিপি-আইজিপিদের সর্বভারতীয় সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =