বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনায় এখনও অবধি কমপক্ষে ২৩৮ জন মারা গিয়েছেন বলে সূত্রে খবর। আহত ৯০০-রও বেশি। এরপরই শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা-ও রওনা দিয়েছেন বালেশ্বরের উদ্দেশে। এদিকে সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব।
শুক্রবার রাতে দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ধারকাজে সমস্ত রকমের সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি। এরপরই কেন্দ্রীয় সূত্রে খবর, শনিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। প্রথমেই তিনি বালেশ্বরে যাবেন। দুপুর আড়াইটে নাগাদ তিনি ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে সোজা ঘটনাস্থলে পৌঁছবেন তিনি। পাশাপাশি এও জানা গিয়েছে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং উদ্ধারকাজ খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী মোদী। এরপরে সেখান থেকে কটক হাসপাতালে যাবেন তিনি। রেল দুর্ঘটনায় আহত শতাধিক যাত্রী ভর্তি রয়েছেন ওই হাসপাতালে। তাদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। এদিকে আহতদের ওড়িশার বালেশ্বর, কটক, ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ, বায়ুসেনা।