নয়াদিল্লি : জাপান ও চিনে সফল সফর শেষে মাতৃভূমি ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই চিনের তিয়ানজিন থেকে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হন মোদী, আর সন্ধ্যায় ফিরে আসেন মাতৃভূমিতে।
জাপানে প্রধানমন্ত্রী মোদী ১৫-তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন এবং চিনে প্রধানমন্ত্রী মোদী সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেন।
এছাড়াও দুই দেশে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। চিন সফরে গিয়ে সে দেশের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। আর সোমবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী।

