শুক্রবার মোদির কলকাতা সফরে একগুচ্ছ কর্মসূচি

শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধন সহ রয়েছে একাধিক কর্মসূচি। গঙ্গাবঙ্গে পোর্ট ট্রাস্টের জাহাজে গঙ্গা পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের। তার আগে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা-তারাতলা মেট্রোর সূচনা করবেন প্রধানমন্ত্রী। সেখানেই আমন্ত্রিত মুখ্যমন্ত্রী। আমন্ত্রিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। হাওড়া স্টেশনে একমঞ্চে  দেখা যাবে মোদি-মমতাকে। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ রেলওয়ে কর্তৃপক্ষের। হাওড়া স্টেশনে অনুষ্ঠানে আমন্ত্রিত শুভেন্দু অধিকারিও। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আপাতত পিএমও সূত্রে খবর, শুক্রবার প্রায় সাড়ে চার ঘণ্টা তিনি কলকাতা সফরে থাকবেন। তাঁর এই সফর নিয়ে যে সূচি পিএমও দফতর থেকে পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটু পিছিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের সময়। যদিও তারিখ পরিবর্তন করা হয়নি। নির্ধারিত ৩০ ডিসেম্বর রাজ্যে আসবেন দেশের প্রশাসনিক প্রধান। শুধুমাত্র তাঁরসফর সূচি আধ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বের সূচি অনুযায়ী আগামী শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল প্রধানমন্ত্রীর বিমানের। সূত্রের খবর, পরিবর্তিত সূচি অনুযায়ী ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে, ওইদিন সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। তবে দুপুরেই ফিরে যাবেন দিল্লি। সকাল সাড়ে ১০টায় দমদম বিমানবন্দরে পা রাখার পর সেখান থেকে তিনি কপ্টারে চড়ে ১০টা ৪৫ নাগাদ পৌঁছবেন আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে। এরপর গাড়ি চড়ে রওনা দেবেন হাওড়া স্টেশনের উদ্দেশে। ফলে প্রধানমন্ত্রীর হাওড়া স্টেশনে আসার সময় সূচিও পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে দশটার পরিবর্তে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি। হাওড়া স্টেশনে ৩০ মিনিট থাকবেন প্রধানমন্ত্রী। এরপর হাওড়া স্টেশন থেকে বের হয়ে দুপুর বারোটা নাগাদ আইএনএস নেতাজি সুভাষের সংলগ্ন এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।এরপর আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুর ১২টা ২৫ থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা হবে গঙ্গা পরিষদের বৈঠক। সেই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বুন্দ্যোপাধ্যায়ের। দুপুর দুটো থেকে ২ টা ৪৫ মিনিটের মধ্যে মধ্যাহ্ন ভোজ সারবেন মোদি। এরপর দুপুর ৩টা ১৫ নাগাদ কলকাতা এয়ারপোর্ট  থেকে  বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − two =