ত্রিপুরার জনসভায় ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে  সওয়াল প্রধানমন্ত্রী মোদির

রবিবার ত্রিপুরার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘ত্রিপুরা উন্নয়নের সঠিক দিশাতেই এগিয়ে চলছে। স্বচ্ছ প্রশাসন চলছে। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ভাল কাজ করছে ত্রিপুরা সরকার।’

মুখ্যমন্ত্রী বদলের পর রবিবারই প্রথম ত্রিপুরায় (Tripura)এলেন প্রধানমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে পাশে বসিয়ে তাঁকে ‘বন্ধু’ বলেও সম্বোধন করেন মোদি। আর প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তৈরি হয় নতুন জল্পনা। জাতীয় সড়ক নির্মাণকাজে উল্লেখযোগ্য কাজ করে চলেছে ত্রিপুরা সরকার। সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী ত্রিপুরা সরকারের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেছেন। ছোট্ট রাজ্য হিসেবে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য। রবিবার প্রথমে মেঘালয়ে এক জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ত্রিপুরা সফরে আসেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিমানবন্দরেই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা সেরে নেন তিনি। বলেন, ‘ত্রিপুরাবাসীকে হিরে উপহার দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। ইন্টারনেটে এখন অনেক অগ্রগতি ত্রিপুরা। অচিরেই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গেটওয়ে হয়ে উঠবে এই রাজ্য। চালু হবে আগরতলা-আখাউড়া রেল সংযোগ।’

জনজাতিদের উন্নয়নে ত্রিপুরা সরকার বহু পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারও জনজাতিদের উন্নয়নে ব্যাপক কাজ করছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ছিল রাজ্যজুড়ে। ত্রিপুরায় ডেন্টাল কলেজের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও জাতীয় সড়ক-সহ মোট আরও দুটি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর প্রাপকদের আজ গৃহপ্রবেশেরও সূচনা করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 2 =