প্রধানমন্ত্রী মোদী যা বলেন, তা কখনওই করেন না : সঞ্জয় রাউত

মুম্বই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদী যা বলেন, তা কখনওই করেন না। শনিবার লোকসভায় বক্তব্য রাখার সময় দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, দুর্নীতি প্রসঙ্গে তাঁর শূন্য সহনশীলতা রয়েছে।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যকে কটাক্ষ করে সঞ্জয় রাউত বলেছেন, “তাঁর (প্রধানমন্ত্রী মোদী) উচিত অজিত পওয়ারকে দল থেকে সরিয়ে দেওয়া। একনাথ শিন্ডে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের মধ্যে একজন।

নিজেকে তাঁর জিজ্ঞাসা করা উচিত, তাঁর চারপাশে কতজন দুর্নীতিবাজ নেতা রয়েছে। তিনি আদানিকে সহ্য করছেন এবং আবার তিনি দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নিয়ে কথা বলছেন। প্রধানমন্ত্রী মোদী যা বলেন তা করেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 5 =