নয়াদিল্লি : মহাষ্টমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, সমস্ত দেশবাসীকে নবরাত্রির মহাষ্টমীতে শুভেচ্ছা। এই শুভ মুহূর্ত সকলের জন্য সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক, এটাই প্রার্থনা করছি।
মঙ্গলবার সকাল থেকেই মন্ডপে মন্ডপে মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পুজো শুরু হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে, দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন।
অষ্টমীর পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করা হয়। অষ্টমীর আরেকটি আকর্ষণ কুমারী পুজো। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পুজো করা হয়।

