আমরেলি : গুজরাটের আমরেলি জেলায় ভেঙে পড়ল একটি প্রশিক্ষণ বিমান। মঙ্গলবার আমরেলি জেলার শাস্ত্রী নগর এলাকার ভেঙে পড়ে একটি বিমান। বিমান দুর্ঘটনায় একজন পাইলটের মৃত্যু হয়েছে।
দমকল অফিসার এইচসি গাধভি বলেন, “আমরা দুপুর ১২:৫২ নাগাদ বিমান দুর্ঘটনার খবর পাই। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই দলটি ঘটনাস্থলে পৌঁছয়। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। বিমানের পাইলটকে ভেতরে দেখা গিয়েছে, পাইলটকে হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু দুর্ঘটনায় পাইলট মারা গেছেন।”
ডেপুটি এসপি চিরাগ দেশাই বলেন, “মঙ্গলবার আমরেলির ভিশন ফ্লাইং ইনস্টিটিউটের একটি প্রশিক্ষণ বিমান শাস্ত্রী নগর এলাকায় ভেঙে পড়ে। বিমানটি চালাচ্ছিলেন অনিকেত মহাজন, যিনি দুর্ঘটনায় মারা গেছেন।”

