প্রয়াত পীযূষ পাণ্ডে, বিজ্ঞাপন দুনিয়ায় নক্ষত্রপতন

নয়াদিল্লি : ‘হর খুশি মে রং হ্যায়’, বিখ্যাত সেই বিজ্ঞাপনের স্রষ্টা পীযূষ পাণ্ডে প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বিপণনের জন্য ব্যবহৃত বিজ্ঞাপনকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার তিনি পরলোক গমন করেন। ক্রিকেটার, টি-টেস্টার ও নির্মাণ শ্রমিক হিসেবে প্রথম জীবনে কাজ করেছেন ৷ এরপর ১৯৮২ সালে পাণ্ডে ওগিলভিতে যোগ দেন। ২৭ বছর বয়সে তিনি ইংরেজি বিজ্ঞাপন জগতে প্রবেশ করেন। তারপর চিরতরে বদলে যায় বিজ্ঞাপনের সংজ্ঞা।

বিজ্ঞাপনে ভারতীয়দের একটি স্বতন্ত্র কণ্ঠস্বরকে তুলে ধরার জন্য পীযূষ পাণ্ডেকে কৃতিত্ব দেওয়া হয় ৷ তাঁর প্রথম কাজগুলির মধ্যে একটি ছিল ডিটারজেন্ট ব্র্যান্ড সানলাইটের জন্য। ৬ বছরের মধ্যে, তিনি সৃজনশীল বিভাগে চলে আসেন৷ তিনি লুমো, ফেভিকল, ক্যাডবেরি এবং এশিয়ান পেইন্টসের মতো ব্র্যান্ডের জন্য স্মরণীয় বিজ্ঞাপন তৈরি করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =