বাঁকুড়া : বাঁকুড়ার কোতুলপুরের দেশড়া এলাকা থেকে আলু তোলার কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন ইন্দাসের একদল শ্রমিক।
শনিবার রাতে বাঁকুড়ার কোতুলপুরের লালকি গ্রাম সংলগ্ন কোতুলপুর-ইন্দাস রাস্তায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন শ্রমিক।
পুলিশ সূত্রের খবর, আলু তোলার কাজ শেষে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন একদল শ্রমিক। সেই সময় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। তাতেই কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন।

