ইভিএম-এর পরিবর্তে ব্যালট পেপারে ভোটের আর্জি খারিজ

নয়াদিল্লি : ইভিএম-এর পরিবর্তে ব্যালট পেপারে ভোটের আর্জি মঙ্গলবার খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে।

এই মামলার শুনানিতে পালটা মামলাকারির কাছে আদালতের তরফে প্রশ্ন তোলা হয়েছে, আপনারা যখন এই ইভিএমে নির্বাচন জেতেন তখন কারচুপি হয় না! তখন তো আপনারা এই বিষয়ে কিছু বলেন না।’

ইভিএমের বদলে ব্যালটে ভোট করানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ডা. কেএ পাল নামে এক আইনজীবী। মঙ্গলবার এই মামাওলার শুনানি চলছিল বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি পিবি বরালের বেঞ্চে। যেখানে মামলাকারী এমন মাস্কের বক্তব্য তুলে ধরে জানান, ইভিএমে কারচুপি করা সম্ভব। এমনকি ১৮টি রাজনৈতিক দল এই দাবিকে সমর্থন করেন। চন্দ্রবাবু নাইডু ও জগনমোহন রেড্ডির মতো নেতারাও জানিয়েছেন এটা সম্ভব।

মামলাকারীর আবেদন শোনার পর বিচারপতি বিক্রম নাথ বলেন, “যখন চন্দ্রবাবু নাইডু বা জগনমোহন রেড্ডিরা ভোটে হেরে যান তখন ওনারা বলেন, ইভিএমে কারচুপি হয়েছে। কিন্তু জিতে যাওয়ার পর কখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেন না। তখন ইভিএমে কোনও ত্রুটি নজরে পড়ে না। এবার আপনি বলুন এই বিষয়টিকে আমরা কীভাবে দেখব?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 14 =