কলকাতা : বিবাদী বাগ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সাতসকালে এই ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, এদিন সকাল ন’টা নাগাদ বিবাদী বাগ এলাকা দিয়ে স্কুটি নিয়ে আসছিলেন ওই ব্যক্তি। হঠাৎই রাস্তায় বাঁক নেওয়ার সময় দ্রুতগতির বাস এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। বাসের ধাক্কায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি।
ওই বাসেই চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।ঘটনার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসের তলা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মৃতের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে।