ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন। তখন থেকেই উত্তেজনায় ফুটছেন রায়ান রিকলটন। বিশেষ করে রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরার জন্য। এই দুই সুপারস্টারের সঙ্গে একই টিমে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। সে কথা তিনি বলেছেনও। চ্যাম্পিয়ন্স ট্রফিটাই তাঁর কাছে বড় মঞ্চ। কে জানে, সব কিছু ঠিক থাকলে হয়তো সেমিফাইনালে সুযোগ মিলতে পারে রোহিতের বিরুদ্ধে খেলার। তবে রোহিতদের হয়তো কিছুটা ইমপ্রেস করলেন রায়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে সেঞ্চুরি! তাঁর ইনিংস দলের জয়েও কাজে এল।
করাচিতে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে স্বপ্নের পারফরম্যান্স করেছিল আফগানরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য শুরুটা সুখকর হল না। প্রথম বার এই টুর্নামেন্টে খেলার সুযোগ। কঠিন ফরম্যাট। প্রথম ম্যাচে লড়াই করলেও যথেষ্ট ছিল না। দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে হার। তবে লড়াই যে একেবারেই করেনি, তা নয়। সীমিত দক্ষতা অভিজ্ঞতা নিয়ে ভালো পারফর্ম করেছে বলা যায়।
প্রথমে ব্যাট করে ৩১৬ রানের বিশাল টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকলটনের সেঞ্চুরি ছাড়াও প্রোটিয়া ইনিংসে তেম্বা বাভুমা, ভ্যান ডার ডুসেন, এইডেনের হাফসেঞ্চুরি। আফগান বোলারদের মধ্যে ২ উইকেট অভিজ্ঞ নবির। রান তাড়ায় শুরু থেকে স্নায়ুর চাপ সামলাতে ব্যর্থ আফগানিস্তান। তবে চারে নামা রহমত শাহ একদিক আগলে রাখেন। শেষ অবধি ৯০ রানেই আউট। ৪৩.৩ ওভারে ২০৮ রানে অলআউট আফগানিস্তান। প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা ৩ উইকেট নেন।