মানুষকে ভালোবাসতে শিখতে হবে : অর্জুন সিং

ব্যারাকপুর : ইছাপুর কণ্ঠাধার বয়েস ক্লাবের দুর্গাপুজো এবার ৭৫ তম বছরে পড়ল। চতুর্থীর দিন এখানকার পুজোর উদ্বোধন করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পুজোর উদ্বোধন করে সাংসদ বলেন, ‘মানুষ মানুষের জন্য। মানুষকে ভালোবাসতে শিখতে হবে। দরিদ্র মানুষজনকে সেবা করে যতটা আনন্দ পাওয়া যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করেও সেই আনন্দ পাওয়া যায় না।’ প্রসঙ্গত, নেপালের বুদ্ধ মন্দিরের আদলে এখানে মণ্ডপ সাজানো হয়েছে। পাঠকাটি, চট, সুপারির খোল ও বাদামের খোলা দিয়ে মণ্ডপ গড়া হয়েছে। পুজোর উদ্বোধনের পর এদিন এলাকার দরিদ্র মানুষজনকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়েছে। অপরদিকে পুজো কমিটির সদস্য শুভঙ্কর দে বলেন, ‘ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মণ্ডপ প্রাঙ্গণে সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করে আনন্দ উপভোগ করে থাকি।’ তাছাড়া বছরের সারাটা সময় তারা নিজেদের সেবামূলক কাজে নিয়োজিত রাখেন। এদিন পুজোর উদ্বোধনে সাংসদ ছাড়াও হাজির ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ, কাউন্সিলর প্রদীপ বসু-সহ বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 16 =