নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ভোট আসে, ভোট যায় তবে রাস্তার পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন হয় না বলে দাবি। গ্রামবাসীদের দাবি, দীর্ঘ সময় ধরে এই একই পরিস্থিতিতে চলে আসছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল অঞ্চলের মূল রাস্তাটি। শ্রীচন্দনপুর থেকে শ্রীরামপুর বড়শাল,কালিপাথর সহ একাধিক গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষজন যাতায়াত করেন। অভিযোগ, সারাবছর খানাখন্দ দিয়ে কষ্ট করে যাতায়াত করলেও বর্ষায় যাতায়াত করা দুসাধ্যকর হয়ে ওঠে। বেহাল অবস্থার জন্য পড়ুয়ারাও ঠিক মতো টিউশন, ßুñলে যেতে পারে না। গ্রামে ঢোকে না অ্যাম্বুল্যান্স বা কোনও বড় গাড়ি। ফলে চরম সমস্যায় পড়তে হয় রোগী বা তাঁর পরিবারের লোকজনকে।
বারংবার স্থানীয় প্রশাসনিক মহলের কর্তাদের অভিযোগ জানানোর পরেও রাস্তার দশার কোনও পরিবর্তন হয়নি বলে দাবি। তাই রাস্তা সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন শ্রীরামপুর বড়শাল গ্রাম সহ একাধিক গ্রামের মানুষজন। তবে সেই সংস্কারের দাবিতে এখনও পর্যন্ত প্রশাসন কোনও সাড়া দেয়নি বলেও অভিযোগ। অন্যদিকে স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তরঞ্জন মাজি বলেন, ‘এই রাস্তাটি খুবই খারাপ আমরা কিছু দিনের মধ্যেই এই রাস্তা সংস্কারের কাজ শুরু করব।’