ভারতীয় বোর্ডকে অদ্ভুত প্রস্তাব পিসিবির

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা চলছেই। ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পিসিবি। এবার এক অদ্ভুত প্রস্তাব দেওয়া হল। বলা হয়েছে, নিরাপত্তার কারণে যদি ভারতীয় দল পাকিস্তানে থাকতে না চায়, তাহলে ম্যাচ খেলে সেই রাতেই টিম দিল্লি বা চণ্ডীগড়ে ফিরে যেতে পারে। তবে পাশাপাশি জানানো হয়েছে, ভারত ফাইনালে উঠলে ম্যাচ লাহোর থেকে সরানো হবে না। মৌখিক প্রস্তাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় দল দিল্লি, চণ্ডীগড় এবং মোহালির মধ্যে যেকোনও জায়গায় শিবির করতে পারে। ম্যাচ খেলতে চার্টার্ড বিমানে রোহিত, কোহলিদের পাকিস্তান নিয়ে যাওয়া হবে। ম্যাচের পর সেই রাতেই আবার ফিরিয়ে আনা হবে দেশে। ভারতকে পাকিস্তানের মাটিতে খেলানোর আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। রোহিতদের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে। যা ভারতের সীমান্ত থেকে বেশি দূরে নয়।

পাকিস্তানের এই প্রস্তাবে এখনও সাড়া দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রস্তাব মেনে নেওয়ার সম্ভাবনা কম। ম্যাচের পর হোটেলে ফিরে আবার বিমান ধরা ক্রিকেটারদের ক্লান্তি বাড়াবে। যার প্রভাব খেলায় পড়তে পারে। তাই বিসিসিআইয়ের রাজি হওয়ার সম্ভাবনা কম। বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। ভারতের ম্যাচ দুবাই বা শ্রীলঙ্কাতে রাখা হতে পারে। তবে রোহিতরা ফাইনালে উঠলে লাহোর থেকে ম্যাচ সরাতে চায় না পিসিবি। সেক্ষেত্রে পাকিস্তানে গিয়েই ফাইনাল খেলতে হবে রোহিতদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের তিনটে গ্রুপ ম্যাচ ২০ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি এবং ২ মার্চ। শেষ দুই ম্যাচের মধ্যে প্রায় এক সপ্তাহ সময় রয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের পর আর পাকিস্তানের মাটিতে খেলেনি ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =