প্রো কবাডি লিগের নিলামে ঝড় তুললেন পবন

লে পাঙ্গা… হানঝাউতে ইরানের সঙ্গে পাঙ্গা নিয়ে সোনা জিতেছে ভারতীয় পুরুষ কবাডি টিম। এশিয়াডে সোনাজয়ী ভারতীয় কবাডি টিমের অধিনায়ক পবন সেরাওয়াত এ বার ঝড় তুললেন প্রো কবাডি লিগের নিলামে। দুই দিন ব্যাপী প্রো কবাডি লিগের নিলামে রেকর্ড গড়েছেন পবন সেরাওয়াত। প্রো কবাডি লিগের দশম সংস্করণের নিলামে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে পবন সেরাওয়াতকে নিয়ে। শেষ অবধি রেকর্ড অর্থে পবনকে টিমে নিয়েছে তেলুগু টাইটান্স। এই নিয়ে দ্বিতীয় বার প্রো কবাডি লিগের সবচেয়ে দামি প্লেয়ার হলেন তিনি। এ বারের প্রো কবাডি লিগের নিলামে অংশ নাম লিখিয়েছেন ৫৯৫জন প্লেয়ার। ২ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে সেই নিলাম থেকে পবনকে নিয়েছে তেলুগু টাইটান্স। নিলাম টেবলে সদ্য এশিয়ান গেমসে সোনাজয়ী পবনকে নেওয়ার জন্য রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। পবনকে টিমে নেওয়ার জন্য বিড করে হরিয়ানা স্টিলার্স, ইউপি যোদ্ধাস, তেলুগু টাইটান্স এবং বেঙ্গালুরু বুলস। শেষ অবধি নিলাম টেবল থেকে পবনকে টিমে নিতে সফল হয় তেলুগু টাইটান্স। প্রো কবাডি লিগের নবম সংস্করণে পবন সেরাওয়াতকে ২ কোটি ২৬ লক্ষ টাকা দিয়ে কিনেছিল তামিল তালাইভাস। গত পিকেএলে পবনই ছিলেন সবচেয়ে দামি প্লেয়ার। এ বারও তিনিই প্রো কবাডি লিগের সবচেয়ে দামি প্লেয়ার। পবনের পর এ বারের প্রো কবাডি লিগের নিলামে দ্বিতীয় সর্বাধিক দামি প্লেয়ার হয়েছেন ইরানের মহম্মদরেজা শাদলুই চিয়ানে। তাঁকে ২ কোটি ৩৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে পুনেরি পল্টন। অন্যদিকে ভারতের মনিন্দর সিংকে ২ কোটি ১২ লক্ষ টাকায় নিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। প্রো কবাডি লিগের দশম সংস্করণে ১৩৭টি ম্যাচ হবে। তার মধ্যে রয়েছে ১৩২টি গ্রুপ পর্বের ম্যাচ এবং ৫টি প্লে অফ ম্যাচ (তাতে রয়েছে ২টি এলিমিনেটর, ২টি সেমিফাইনাল ও ফাইনাল।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − three =