বুমরাহ-সিরাজদের তোপে প্যাট কামিন্সরাও ধুঁকছে

পার্থ : শুক্রবার পার্থ টেস্টের প্রথম দিনে জশ হ্যাজেলউড-প্যাট কামিন্সের তোপে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে ভারত মহা বিপদে পড়েছিল। কিন্তু এই রানের রিপ্লাই দিতে গিয়ে অজিরা ঘরের মাঠে এখন নিজেরাই মহা বিপদেl বুমরাহ-সিরাজদের তোপে এখন ধুঁকছে স্বাগতিকরা। ঘরের মাঠে প্রথম দিনের শেষে ৬৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট। একাই ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। সিরাজ নিয়েছেন দুই উইকেট l শুক্রবারের ম্যাচে অভিষেক হওয়া হরশিত রানা ১ উইকেট নিয়েছেনl

এখনও ৮৩ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া l

দিনশেষে ১৯ রান করে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারি। মিচেল স্টার্ক ৬ রানে অপরাজিত আছেন।

পার্থ টেস্টের প্রথম দিনে দাপট দেখালো দুদলের পেসাররা। একদিনেই পড়েছে ১৭ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =