ফৌজদারি মামলা থাকলেও মিলবে পাসপোর্ট :হাইকোর্ট

কলকাতা: ফৌজদারি মামলায় থাকলেও পাসপোর্ট পেতে সমস্যা হবে না। একটি মামলায় এক মহিলার পাসপোর্ট দেওয়ার পক্ষে রায় দিল কলকাতা হাই কোর্ট। ৭ দিনের মধ্যে মামলাকারীকে ওই আবেদনকারীর পাসপোর্টের জন্য নিম্ন আদালতকে নো-অবজেকশন দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। পাসপোর্ট অথরিটিকে আদালতের নির্দেশ, এক মাসের মধ্যে তাঁর পাসপোর্ট দেওয়ার ব্যাবস্থা করতে হবে।
আদালত পর্যবেক্ষণে বলেছে, অভিযুক্ত হলেই যে তিনি পাসপোর্ট পাওয়ার অধিকার হারাবেন, এটা হতে পারে না। কারণ তাতে সংবিধানের ১৪ ও ১৯ নং বিধিভঙ্গ হয়। এমনই পর্যবেক্ষণে এক মহিলার পাসপোর্ট দেওয়ার পক্ষে রায় দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার এই সংক্রান্ত মামলায় আগামী ৭ দিনের মধ্যে মামলাকারীকে ওই আবেদনকারীর পাসপোর্টের জন্য নিম্ন আদালতকে নো-অবজেকশন দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। একই সঙ্গে মামলাকারীর আইনজীবী কমলেশ ভট্টাচার্য ও উত্তমকুমার রায় জানান, হুগলির আরামবাগের বাসিন্দা দেবরিমা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ফৌজদারি মামলায় অভিযোগ রয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পবিত্র সরকার নামে এক যুবকের হঠাৎ-ই মৃত্যু হয়। ওই যুবকের মৃত্যুর পরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। সেই সূত্রেই অভিযুক্ত হন মামলাকারী। ফৌজদারি মামলা হয় দেবরিমার বিরুদ্ধে। এর পর তিনি পাশপোর্টের আবেদন করলেও তা নিয়ে সমস্যা দেখা দেয়। যদিও এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি জানিয়ে দিলেন, কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলেই তিনি পাসপোর্ট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 15 =