বাসের দরজা ভেঙে রাস্তায় যাত্রীরা

মৌলালি মোড়ে বাস দুর্ঘটনা। মঙ্গলবার সকালে এক বেসরকারি বাসের দরজা খুলে পড়ে যায় মাঝ রাস্তায়। ফলে গেটের কাছে যাঁরা দাঁড়িয়ে ছিলেন তাঁরাও হুড়মুড়িয়ে ওই চলন্ত বাস থেকে পড়েন রাস্তায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ ২৪/১ রুটের একটি বাস শিয়ালদহ ফ্লাইওভার থেকে মৌলালি হয়ে ধর্মতলায় যাচ্ছিল। সেই বাসেই এই ঘটনা ঘটে। ২৪/১ রুটের বাসগুলিতে মূলত দু’টি দরজা থাকে। সামনের দিকে একটি দরজা, পিছনের দিকে একটি দরজা। প্রতিদিন প্রচণ্ড ভিড় হয় এই বাসে। তবে সাধারণত একটি দরজাই খোলা থাকে বাসগুলির। আর বন্ধ দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন বা বলা ভাল ভিড়ের কারণে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন যাত্রীরা। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। বাসটি এসএন ব্যানার্জি রোডের দিকে বাঁক নেওয়ার সময় বাসের মাঝের দরজার ছিটকানি খুলে যায়। সেই সময় গেটে কয়েকজন যাত্রী হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। তখনই ওই গেট খুলে রাস্তার উপর পড়ে যান ৬ যাত্রী। এরমধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। এমনিতেই বাসগুলি পুরনো হয়েছে। রক্ষণাবেক্ষণ কতদূর কী হয় তা নিয়ে প্রশ্ন রয়েছে যাত্রীদের মনেই। তাই যাত্রী চাপ সামলাতে পারেনি বলে অনুমান। এদিনের এই ঘটনায় গাড়ির চালক ও কন্ডাক্টরকে আটক করে এন্টালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seven =