দার এস সালাম: যাত্রী-সহ তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে ভেঙে পড়ল বিমান। সেটি ডুবে গিয়েছে জলে। রবিবারের এই ঘটনায় বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন। তানজানিয়ার রাজধানী শহর দার এস সালাম থেকে যাচ্ছিল যাত্রীবাহী বিমানটি। যাত্রী ও ক্রু মিলিয়ে ৪৩ জন ছিলেন তাতে।স্থানীয় সূত্রে খবর, অবতরণের সময় খারাপ আবহাওয়ার জন্যই দুর্ঘটনা ঘটে।প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়ে যাওয়ায় গন্তব্যে পৌঁছনোর আগেই একটি অন্য বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল সেটি। তখনই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলের ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে ওই হ্রদের জলে উদ্ধার কাজ শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।
প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।