কলকাতা : বুধবার মুম্বই থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমানে ধূমপানের অভিযোগে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, ইন্ডিগো ফ্লাইট 6E 5122 মুম্বই থেকে কলকাতা যাচ্ছিল। এসময় শেখ গোলাম মোস্তফা নামে এক যাত্রী টয়লেটে গিয়ে ধূমপান শুরু করেন। অভিযোগ, হাতেনাতে ধরা পড়ার পর এয়ারলাইন্সের কর্মীদের সঙ্গে তর্ক শুরু করেন মোস্তফা। বিষয়টি কেবিন ক্রুকে জানানো হয়।
এর পরে, বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পরে, সিআইএসএফ যাত্রীকে হেফাজতে নিয়ে নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।