দুর্নীতির বিরুদ্ধে দল ‘জিরো টলারেন্স’-এ বিশ্বাসী: অর্জুন সিং

ব্যারাকপুর : নজরুল মঞ্চে নয়া কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’ ঘোষিত হয়েছে। সম্প্রতি দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি রোধে বুধবার একই সুর শোনা গেল সাংসদ অর্জুন সিংয়ের গলায়ও। এদিন পানপুর-কেউটিয়া পঞ্চায়েতের শঙ্করপুর মোড়ে দলের তরফে আয়োজিত রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এসে সাংসদ অর্জুন সিং বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার কিংবা দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ সাংসদের হুঁশিয়ারি, মাটি কেটে বিক্রি কিংবা জলাশয় ভরাট কোনওমতেই করা যাবে না। পাশাপাশি তাঁর পরামর্শ, দলীয় কর্মীদের কারও মেয়ের বিয়ের ক্ষেত্রে প্রয়োজন হলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে কিংবা রাতবিরেতে কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সাংসদ বলেন, মানুষের দুয়ারে মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্প পৌঁছে দিতেই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির সূচনা করা হয়েছে। নেত্রীর দূত হিসেবে দলীয় কর্মীরা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন। অর্জুন সিং -এর কথায়, ‘তৃণমূল কংগ্রেস শুধু একটি রাজনৈতিক দল নয়। বাংলায় সবচেয়ে বড় সংগঠনের নাম তৃণমূল কংগ্রেস। কিন্তু দল ভাঙিয়ে নিজের স্বার্থ পূরণ করা যাবে না।’
প্রসঙ্গত, জগদ্দল বিধানসভার তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে ছিলেন আমডাঙা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ মোরাজি, কাউগাছি-২ পঞ্চায়েতের প্রধান অমল মন্ডল, জগদ্দল বিধানসভা কেন্দ্রের মাইনোরিটি সেলের সভাপতি মহম্মদ আসিফ খান, ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার, ভাটপাড়ার প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার, কাউন্সিলর প্রবীর বৈদ্য ও সত্যেন রায়, তৃণমূল নেতা সঞ্জয় সিং, শ্যামল তলাপাত্র, রাজকুমার যাদব, মন্নু সাউ, দীপক সাউ, মাইনোরিটি সেলের নেতা আকবর জখমি প্রমুখ। অনুষ্ঠানের অন্যতম উদ্যক্তা মহম্মদ আফিস খান বলেন, ‘দলের ২৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শীতবস্ত্র প্রদান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 13 =