পার্থ ‘আঙ্কল’!  জীবনবিমায় তেমনই সম্পর্ক দেখিয়ে নমিনি করেছেন অর্পিতা

কলকাতা: বয়সের ফারাক তাঁদের অনেকটাই। তবে তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে গুঞ্জনের শেষ নেই।
ইডি আধিাকারিকরা অর্পিতা চট্টোপাধ্যায়কে পার্থ ‘ঘনিষ্ঠ’ বলেই উল্লেখ করেছেন। অর্পিতা তাঁকে অবশ্য ডাকেন ‘™ার্থদা’ বলেন। কী তাঁদের সম্পর্কের সমীকরণ তা এখনও স্পষ্ট না হলেও, অর্পিতার ৩১টি জীবনবিমান নমিনি পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার এক বিমার নথি থেকে জানা গেল, সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে নিজের ‘আঙ্কল’ বলে পরিচয় দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। জেরায় পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ওদিকে ইডির হাতে থাকা অর্পিতার ৩১টি জীবন বিমার নথিতে নমিনি পার্থই। এদিন তেমনই একটি জীবন বিমার একাংশ প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় নমিনি হিসাবে পার্থ চট্টোপাধ্যায়কে ‘আঙ্কেল’ বলে উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার জেরায় পার্থবাবু দাবি করেন, অর্পিতা মুখোপাধ্যায়কে তিনি তেমনভাবে চেনেন না। শুক্রবার দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরার সময় পার্থবাবুর কাছে তদন্তকারীরা জানতে চান, ‘আপনি এঁকে চেনেন?’ জবাবে পার্থ বলেন, ‘না তেমনভাবে চিনি না। অনেকেই আসেন আমার কাছে। তাই দেখেছি। নাকতলার পুজোতেও দেখেছি।’ এই মন্তব্যের পরই পার্থকে প্রশ্ন করা হয়, ‘অর্পিতার ফ্ল্যাট থেকে এত টাকা উদ্ধার হয়েছে জানেন আপনি?’ পার্থ চট্টোপাধ্যায়ের জবাব, ‘শুনলাম। তবে ওই টাকা আমার নয়।’
গত ২২ জুলাই পার্থবাবুর বাড়ি থেকে উদ্ধার নথিতে প্রথম অর্পিতার নাম জানতে পারেন তদন্তকারীরা। সেদিন বিকেলে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন ইডির আধিকারিকরা। এর পর অর্পিতা ও পার্থকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। এর আগেও ইডি আদালতে পার্থ ও অর্পিতা যৌথ সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twenty =