‘বন্দিমুক্তি আন্দোলনকারীদের’ খোঁজ পার্থ চট্টোপাধ্যায়ের

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিচারাধীন বন্দি তিনি। বারবার আবেদন করেও তাঁর জামিন হয়নি। সোমবার আদালতে তোলা হয়েছিল তাঁকে। সেখানেই তাঁর মন্তব্য ‘বন্দিমুক্তি আন্দোলনকারীদের খুঁজছি’। এদিনও জামিনের আরজি জানাননি তাঁর আইনজীবী। তবে লাভ হয়নি।
সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশের সময় বন্দিদশা নিয়ে হতাশা প্রকাশ করছিলেন তিনি। ফেরার সময়ও কার্যত একই সুর। গাড়িতে ওঠার সময় পার্থ চট্টোপাধ্যায় বললেন, ‘আমি ৩০০ দিন ধরে বিনা বিচারে আটকে আছি। যারা বন্দি মুক্তি আন্দোলন করেন তাঁরা কোথায়? ওদের খুঁজছি।’
উল্লেখ্য, এ রাজ্যে সাধারণত বন্দিমুক্তি আন্দোলন করে থাকে মানবাধিকার সংস্থা এপিডিআর। এই সংস্থা শাসকদল বিরোধী। প্রশ্ন উঠেছে, তাহলে কি এই সংস্থার কথাই বলতে চাইলেন পার্থ?
এপিডিআর-এর কর্মকর্তা রঞ্জিত শূর বলেন, ‘পার্থবাবু যে সরকারে গত ১০ বছর ধরে মন্ত্রী ছিলেন, সেই সরকার অনেককেই বন্দি করে রেখেছে। বামফ্রন্টের আমলে যাঁরা বন্দি হয়েছিলেন, তাঁরা এখনও বিনা বিচারে আটকে আছেন। সেই সব রাজনৈতিক বন্দির সংখ্যা ৫০-৬০-এর কম নয়। হঠাৎ পার্থবাবু নিজে বন্দি হতে বিনা বিচারে জেলে থাকার কথা উঠল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 16 =