কলকাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেরার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে তাঁকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে যান তদন্তকারী আধিকারিকরা।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তাঁকে গ্রেফতার করে। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি তিনি। একাধিকবার জামিনের আর্জি জানালেও তা খারিজ হয়ে গিয়েছে। চলতি মাসের শুরুতে সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁকে হাজির করানো হয়। ওই দিন সিবিআইয়ের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অন্য অভিযুক্ত অয়ন শীলকে তদন্তের কারণে হেফাজতে নেওয়ার প্রয়োজন। অনুমতি মিলতেই পার্থবাবুকে গ্রেফতার করে সিবিআই। তবে তাঁকে নিজের হেফাজতে চায়নি সিবিআই।
এর পরই পুজো মিটতেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৎপর হল সিবিআই। এদিন জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সিতে পৌঁছয় সিবিআই। জেরায় কী তথ্য উঠে এসেছে তা অবশ্য তদন্তকারীরা প্রকাশ করেননি।